# জরুরি ও গুরুত্বপূর্ণ ম্যাট্রিক্সঃ
টাইম ম্যানেজমেন্টের ক্ষেত্রে 'জরুরি অার 'গুরুত্বপূর্ণ' এ দুইয়ের মধ্যে পার্থক্য জানতে হবে।
স্টফেন কভে খুব সুন্দভাবে এ বিষয়গুলো তুলে ধরেছেনঃ
"জরুরি কাজগুলো সাধারনত দৃশ্যমান। তারা অামাদের চাপ দিতে থাকে, কাজে নেমে পরার জন্য জোর দেয়। এগুলো সাধারণত সবার ক্ষেত্রেই জরুরি কাজ। এরা অামাদের চোখের সামনেই থাকে এবং প্রায়ই এ কাজগুলো অানন্দদায়ক, সহজ এবং মজার হয়। কিন্তু এগুলো বেশিরভাগ ক্ষেত্রে অগুরুত্বপূর্ণও বটে।অপরদিকে কোন কাজের গুরুত্ব তার ফলাফলের ওপর নির্ভর করে। অামাদের জীবন, বিশ্বাস এবং লক্ষ্য পুরনে ভূমিকা রাখলেই কেবল কোন কিছুকে গুরুত্বপূর্ণ বলা যায়।
অামরা জরুরি কাজগুলোর প্রতিই বেশি সাড়া দেই। গুরুত্বপূর্ণ কিন্তু জরুরি না এমন কাজগুলো বেশী বেশী করা উচিৎ এগুলোতে অারও বেশী সক্রিয় হওয়া উচিত। অামাদের সুযোগকে অাকরে ধরতে হবে অার অনাকাঙ্ক্ষিত সপ্নগুলো পুরন হতে শুরু করবে"।
সূ্ত্রঃ বইঃ টাইম ম্যানেজমেন্ট; ইসমাইল কামদার

0 Comments